Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেল ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ৮:১১ পিএম

সাড়ে তিন শতাধিক ছেলে মেয়ের উপস্থিতিতে সোমবার সরগরম ছিল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনেডার স্টেডিয়াম। যার মধ্যে তিন শতাধিক ছেলে এবং অর্ধশত মেয়ে শাটলার রয়েছেন। একশ’ বিদ্যালয়ের এ শিক্ষার্থীদের অংশগ্রহণেই কাল শুরু হয়েছে শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। এ সময় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে.এম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ