মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম রাজনীতি বিরোধী বলে বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন তিনি। এবার সেই মমতা অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি- বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার দিন দিন আরও বেশি পুঁজিবাদী হয়ে ওঠছে। ফেসবুকে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিদেশ থেকে এখনও কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তথাকথিত কালো টাকা উদ্ধারের নামে কেন্দ্রে ক্ষমতাসীন পার্টি জমি, ব্যাংক জামানত, সোনা, হিরার মতো সম্পদ জমাচ্ছে এবং আরও বেশি বেশি পুঁজিবাদী হয়ে ওঠছে। ৮ নভেম্বর নোট নিষিদ্ধ করার পর থেকেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করে আসছেন মমতা। ফেসবুক পোস্টে নোট নিষিদ্ধ করাকে জনগণের জন্য হয়রানি ও আর্থিক ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন তিনি। মমতা দাবি করেছেন, নোট নিষিদ্ধ করার পর থেকে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে আর্থিক কষ্টে। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।