Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট মোকাবিলার আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ৯:২৭ পিএম

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন শুক্রবার জানান, বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট মোকাবিলা করতে হবে। তিনি বিভিন্ন পক্ষকে উত্তেজনাময় পরিস্থিতি না-বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

চাং চুন বলেন, চীন মনে করে বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো ইউক্রেন পরিস্থিতির উত্তেজনা হ্রাস করা। সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্রুত কূটনৈতিক আলোচনা পুনরুদ্ধার করা উচিত এবং রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা মোকাবিলা করার দরজা খোলা উচিত।

তিনি জানান, ইউক্রেন বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট। যা বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার অধিকারের সঙ্গে জড়িত। জাতিসংঘ সনদের নীতি অনুসরণ করা উচিত। বিভিন্ন পক্ষের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া উচিত।

শান্তিপূর্ণভাবে সংকট সমাধান করার সব প্রচেষ্টাকে সমর্থন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ