মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২১ সালের সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেন। এই উদ্যোগে সক্রিয়ভাবে সাড়া দিয়েছে আন্তর্জাতিক সমাজ। যা জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচী এবং বিশ্বের উন্নয়ন ও সহযোগিতা দ্রুততর করায় সাহায্য করছে।
বর্তমানে করোনা ভাইরাসের মহামারি, ভৌগোলিক সংঘর্ষ, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে, বিশ্বের উন্নয়ন জোরদার করা গোটা মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের উন্নয়ন উদ্যোগ উন্নয়নকে অগ্রাধিকার দেয়, জনগণকে কেন্দ্রীয় স্থানে রাখে, সহনশীল মনোভাবে উদ্ভাবন জোরদার করে, মানবজাতি ও প্রকৃতির সুষম সহাবস্থান জোরদার করে এবং বিভিন্ন দেশ ও বিশ্বের উন্নয়নে দিকনির্দেশনা দেয়।
চীন শুধু এই উদ্যোগ উত্থাপনকারী নয়, বরং এই উদ্যোগ বাস্তবায়নকারী। ২০২২ সালের জুন মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বিশ্ব উন্নয়নে উচ্চ পর্যায়ের সংলাপে’ সভাপতিত্ব করেছিলেন এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে চীনের ৩২টি গুরুত্বপূর্ণ ব্যবস্থা ঘোষণা করেছিলেন।
বর্তমানে শতাধিক দেশ এবং জাতিসংঘসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এই উদ্যোগকে সমর্থন দিয়েছে। ৬০টিরও বেশি দেশ ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগের বন্ধু গ্রুপে’ যোগ দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস দীর্ঘ সময় ধরে বহুপক্ষবাদ, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, জাতিসংঘ বিশ্ব উন্নয়ন উদ্যোগকে সমর্থন করে। এটি নিশ্চয় ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচী জোরদার করতে পারবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের এই উদ্যোগ উত্থাপনের উদ্দেশ্য হল, আন্তর্জাতিক সমাজ উন্নয়নে গুরুত্ব দেবে, বিশ্বের উন্নয়ন অংশীদারি সম্পর্ক বাড়বে, আরো শক্তিশালী, সবুজ ও স্বাস্থ্যকর বিশ্ব উন্নয়ন বাস্তবায়ন করবে।
ভবিষ্যতে চীন অব্যাহতভাবে ব্যাপক উন্নয়নশীল দেশের সঙ্গে উন্নয়নের অভিজ্ঞতা শেয়ার করবে, বিশ্ব উন্নয়ন উদ্যোগ এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচীর সংযোগ জোরদার করবে এবং মানবজাতির আরো সুন্দর অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের চেষ্টা করবে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।