Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অহিংসা নীতি অনুসরণ করে সহিংসতা পরিহারের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিন ছিল ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাত্মা গান্ধীর অহিংস (অহিংসা) নীতি অনুসরণ করে সহিংসতা পরিহার করার জন্য জনগণকে আহŸান জানিয়েছেন। টুইটারে জাতিসংঘের প্রধান লিখেছেন, ‘আন্তর্জাতিক অহিংসা দিবসে, আমরা মহাত্মা গান্ধীর জন্মদিন এবং শান্তি, সম্মান এবং অপরিহার্য মর্যাদার সমন্বিত মূল্যবোধ উদযাপন করি। সংস্কৃতি ও সীমানার বাধা পেরিয়ে একটি উন্নত ভবিষ্যৎ গড়তে আমরা এই মূল্যবোধ ও শিক্ষা গ্রহণ করে আজকের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি’।ল্লেখ্য, মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) জন্ম ১৮৬৯ সালের ২ অক্টোবর। ভারতের জাতির পিতা বলা হয় তাকে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তার মূল্যবোধ, নীতি ও দর্শনকে সম্মান জানাতে ২০০৭ সালে ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ