মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উগান্ডায় কাজ করতে আসা তানজানিয়ার একজন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ এসেং শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান বলে জানায় বার্তা সংস্থা। টুইটে তিনি লেখেন, ‘‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবার এই প্রথম আমরা একজন চিকিৎসকে হারিয়েছি। তার নাম ডা. মোহাম্মদ আলি। তিনি তানজানিয়ার নাগরিক, পুরুষ এবং বয়স ৩৭ বছর।” গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার পর ডা. আলি ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ফোর্ট পোর্টাল শহরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত ২০ সেপ্টেম্বর উগান্ডা কর্তৃপক্ষ দেশটিতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়ার কথা জানায়। এবার সেখানে মূলত ইবোলা ভাইরাসের ‘সুদান স্ট্রেইন’ ছড়িয়েছে। যেটির বিরুদ্ধে টিকা এখনো আবিষ্কার হয়নি।ডা. আলিসহ এখন পর্যন্ত ছয়জন স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।