মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার জ্বালানি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান গ্যাজপ্রোম ইতালিতে গ্যাসের সব রকম সরবরাহ স্থগিত করেছে। ইতালির বহুজাতিক তেল ও গ্যাস বিষয়ক কোম্পানি ইনি (ইএনআই) বলেছে, এ বিষয়ে তাদেরকে জানিয়ে দিয়েছে গ্যাজপ্রোম।
বলেছে, শনিবার তারা প্রত্যাশিত পরিমাণে গ্যাস সরবরাহ দিতে সক্ষম নয়। তারা আরও জানিয়েছে, অস্ট্রিয়ার ভিতর দিয়ে গ্যাস সরবরাহ সম্ভব নয়। ফলে শনিবার টারভিসিও প্রবেশ পথ দিয়ে ইনি’র কাছে গ্যাস সরবরাহ থাকবে জিরো।
উল্লেখ্য স্লোভাকিয়া/অস্ট্রিয়ান সীমান্ত থেকে অস্ট্রিয়ান/ইতালিয়ান সীমান্তে ট্রান্স-অস্ট্রিয়ান গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ইতালিতে গ্যাস যায় রাশিয়া থেকে। ইতালি মোট যে পরিমাণ গ্যাস আমদানি করে তার শতকরা প্রায় ১০ ভাগই রাশিয়ার। ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তার আগে এই গ্যাস আমদানির পরিমাণ ছিল শতকরা প্রায় ৪০ ভাগ। সূত্র বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।