Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে অস্ত্র লুট মামলার হাজতির মৃত্যু

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আজিজুল ইসলাম (৬৮) অসুস্থ হয়ে মারা গেছে। বুধবার রাতে সদর হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত আজিজুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মোহলদী আকন্দের ছেলে। নাটোরের জেল সুপার ফারুক আহমেদ জানান, বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আজিজুল ইসলামকে আটকের পর গত ১৪ নভেম্বর কারাগারে প্রেরণ করা হয়। এর পর থেকেই আজিজুল ইসলাম অসুস্থ ছিলেন। গতকাল রাতে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ময়নাতদন্তেÍর জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আবুল কালাম আজাদ বলেন, আজিজুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে হার্ট এ্যাটাকে মারা গেছে। উলেখ্য,গত ২০০৫ সালের ২৮ ডিসেম্বর একদল সন্ত্রাসীরা বামিহাল পুলিশ ফাঁড়িতে হমলা চালিয়ে চার আনসার সদস্যকে হত্যা ও ১১টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি লুট করে নিয়ে যায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে ২৭জনকে অভিযুক্ত করে ও পরে আরো তিনজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ