Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেটের মধ্যে ৬২টি চামচ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

হাসপাতালে ডাক্তারদের মাঝে মধ্যে অদ্ভ‚ত ঘটনার প্রত্যক্ষদর্শী হতে হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলা হাসপাতালে একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন ডাক্তাররা। হাসপাতালে অপারেশনের পর ডাক্তাররা এক রোগীর পেট থেকে ৬২টি চামচ বের করেন।

জানা গেছে অপারেশনের পর আপাতত বিজয় নামের ওই ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়েছে। অপারেশনের দায়িত্বে থাকা ডাক্তার রাকেশ খুরানার কথা, ওই রোগী এক বছর ধরে প্রায় ৬২টি স্টিলের চামচ খেয়েছেন। রোগীকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিজেই এই চামচগুলো খেয়েছেন।

দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন ওই যুবক। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা বুঝতে পারেন তার পেটের মধ্যে কিছু একটা রয়েছে যা থেকে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। এরপর অস্ত্রোপচার করেই পেট থেকে বের করা হয় একে একে ৬২টি চামচ। ডাক্তাররা জানিয়েছে অপারেশন করতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে। কী ভাবে বড় বড় চামচ খাওয়া যায়, তা ভেবেও ডাক্তাররা হতবাক।

ওই যুবকের পরিবারের দাবি, মাদকমুক্ত কেন্দ্রেই তাকে জোর করেই চামচ খাওয়ানো হয়েছে। সে প্রায় এক মাস ধরে মাদকমুক্ত কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। এরপরই অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এমন ঘটনা ভাইরাল হতে সময় লাগেনি। লোকের মুখে মুখেই এই খবর ঘুরছে। কেন ওই যুবক চামচ খাওয়া শুরু করলেন, তা অনেকের কাছেই আশ্চর্যের বিষয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ