বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ৮ অক্টোবর থেকে দেশের সব কয়টি বিভাগে প্রতিনিধি সভা এবং অক্টোবর- নভেম্বর মাসে জেলায় জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ। এছাড়া, ৮ অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন থানায় সমাবেশ করবে বলেও জানায় দলটি।
শনিবার (১ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণার কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।
বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, গণতন্ত্র মঞ্চ হলো জনগণের সব অধিকার আদায়ের মঞ্চ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভয় দেখিয়ে জনগণের আন্দোলন বন্ধ করতে পারবে না। লড়াই চলবে। অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন দিতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ইতিমধ্যে দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মানুষ রাজপথে নেমে গেছে এবং সরকারের পায়ের তলায় মাটি নেই।
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, এই মুহূর্তেই সরকারকে পদত্যাগ করতে হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সরকারের পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।