Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম ৩ হাজারে কোহলির পাশে বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১০:০৪ এএম

ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ দারুণ এক ইনিংস উপহার দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসলেন তিনি।

 

 

লাহোরে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন বাবর।

 

মাইলফলক ছুঁতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৫২ রান। ৫১ থেকে ষোড়শ ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।  

 

 

তিন হাজার ছুঁতে বাবরের লাগল ৮১ ইনিংস। সমান ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ভারত অধিনায়ক কোহলি।

 

 

একশর কম ইনিংসে তিন হাজার রান করতে পারেননি আর কেউ। নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলের ১০১ ইনিংস, ভারতের রোহিত শর্মার ১০৮ ইনিংস, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ১১৩ ইনিংস লেগেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ