Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

জ্যামাইকার বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে আলো ছড়ান লিওনেল মেসি। শেষদিকে মাত্র ৫ মিনিটের ব্যবধানে জোড়া লক্ষ্যভেদ করায় আর্জেন্টিনার জার্সিতে ১৬৪ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯০। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো ও আলি দাইয়ির পরেই অবস্থান করছেন তিনি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ৩৫ বছর বয়সী মেসির নৈপুণ্যে জ্যামাইকাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৬তম মিনিটে লাউতারো মার্তিনেজের জায়গায় মাঠে নামেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। শেষদিকে তিন মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের জাল কাঁপান পিএসজি ফরোয়ার্ড। হন্ডুরাসের বিপক্ষে আলবিসেলেস্তেদের আগের প্রীতি ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এখন মেসির চেয়ে বেশি গোল আছে কেবল দুজনের। ইরানের সাবেক ফুটবলার দাইয়ি ১৪৮ ম্যাচে করেছেন ১০৯ গোল। শীর্ষে থাকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের মহাতারকা রোনালদোর নামের পাশে রয়েছে ১৯১ ম্যাচে ১১৭ গোল।


আন্তর্জাতিক মঞ্চে মেসির ৯০ গোলের খুঁটিনাটি তুলে ধরা হলো ফুটবলপ্রেমীদের জন্য-
প্রতিযোগিতা অনুসারে
প্রতিযোগিতা ম্যাচ গোল
বিশ্বকাপ ১৯ ৬
কোপা আমেরিকা ৩৪ ১৩
বিশ্বকাপ বাছাইপর্ব ৬০ ২৮
ফিনালিসিমা ১ ০
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ৫০ ৪৩
মোট ১৬৪ ৯০


বিশ্বকাপে
আসর ম্যাচ গোল
২০০৬ ৩ ১
২০১০ ৫ ০
২০১৪ ৭ ৪
২০১৮ ৪ ১
মোট ১৯ ৬

কোপা আমেরিকায়
আসর ম্যাচ গোল
২০০৭ ৬ ২
২০১১ ৪ ০
২০১৫ ৬ ১
২০১৬ ৫ ৫
২০১৯ ৬ ১
২০২১ ৭ ৪
মোট ৩৪ ১৩


প্রিয় প্রতিপক্ষ
দেশ গোল
বলিভিয়া ৮
ইকুয়েডর, উরুগুয়ে ৬
ব্রাজিল, চিলি, এস্তোনিয়া,
প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ৫



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ