Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুমরাহর চোটে কপাল খুললো সিরাজের

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

পিঠের চোটের কারণে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরাহ। তার চোটের কারণে দুয়ার খুলে গিয়েছে ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বুমরাহর চোট গুরুতর। দক্ষিণ আফ্রিকা সিরিজতো বটেই, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণেরই কোন সুযোগ নেই এই পেসারের। যদিও এই ব্যাপারে এখনও কিছু জানায়নি বিসিসিআই। তবে ভারতের গণমাধ্যমের দাবী অনুযায়ী কঠিন সময়ে বুমরাহকে দেখেশুনে রাখবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। দ্রæত ইনজুরি কাটিয়ে উঠতে তার পুনর্বাসনও নিশ্চিত করবে বিসিসিআই।
এসবের মাঝে দক্ষিন আফ্রিকার বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সিরাজ। ভারতীয় দলে সিরাজকে মূলত লাল বলের বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। তবে সাদা বলে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিও হায়দ্রাবাদে জন্ম নেওয়া এই পেসার। ওই ৫ টি-টোয়েন্টিতে ৫টি উইকেট নিতে পারলেও রান দিয়েছেন তিনি ওভারপ্রতি প্রায় সাড়ে দশ করে। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে অবশ্য সিরাজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত, ৪-০-২২-১। আবার আইপিএলেও তিনি বেশ সফল। জিম্বাবুয়ে-ভারত সিরিজের পর সিরাজ সবশেষ ম্যাচ খেলেছেন ওয়ারউইকশায়ারের হয়ে ইংলিশ কাউন্টিতে। সেটাও লাল বলে। কাউন্টি অভিষেকে ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৬ উইকেট নেনে ২৮ বছর বয়সী এই পেসার।
এদিকে পিঠের চোটের কারণে আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন দীপক হুডা। হুডার বদলে এই সিরিজে জায়গা পেয়েছেন শ্রেয়াস আইয়ার। কোভিড সংক্রমণ থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে খেলা হচ্ছে না আরেক পেসার মোহাম্মদ শামিরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান এই সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৪ অক্টোবর। প্রথমটি গৌহাটি এবং পরেরটি ইন্দোরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ