মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিহারে বিনামূল্যে স্যানিটারি প্যাডের জন্য এক স্কুলছাত্রীর অনুরোধে উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তার বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। স্যোশাল মিডিয়ায় ওই কর্মকর্তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তার মন্তব্য খুবই ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়েছেন অনেকেই। অনেকে আবার তার সরকারি কর্মকর্তা পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিবিসি জানিয়েছে, বিহারে ইউনিসেফের আয়োজনে এক ওয়ার্কশপে একজন কিশোরী বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার ওই আর্জি জানিয়েছিল। এর জবাবেই বিতর্কিত মন্তব্য করেন হারজত কৌর ভামরা নামের উধর্বতন ওই নারী সরকারি আইএএস কর্মকর্তা। তিনি বলেন, এরপর ছাত্রীরা শিগগিরই সরকারের কাছ থেকে বিনামূল্যে পোশাক, জুতা, এমনকী কনডম পর্যন্ত প্রত্যাশা করবে। ভারতে মেয়েদের ঋতুস্রাব এখনও ট্যাবু। অনেকে ঋতুস্রাবকে ভালচোখেও দেখেনা। কখনও কখনও এই সময়টিতে নারীরা নিষ্ঠুর, অমানবিক পরিস্থিতিতে বাস করতে বাধ্য হয়। তাছাড়া, ভারতে মেয়েদের মাসিক ঋতুস্রাবের সময় স্বাস্থ্যসুবিধার অভাবও আছে। এ জন্য ঋতুস্রাব শুরু হওয়ার পর প্রতিবছরই স্কুল থেকে ঝরে পড়ে প্রায় দুই কোটি ৩০ লাখ মেয়ে। ভারতে সবচেয়ে গরিব রাজ্যগুলোর অন্যতম বিহার। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের হিসাবমতে, সেখানে মাত্র ৫৯ শতাংশ নারী ঋতুস্রাবের সময় স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ব্যবহার করে। গত মঙ্গলবার বিহারের রাজধানী পাটনায় নারী ও শিশু উন্নয়ন নিয়ে ইউনিসেফ এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার উদ্দেশ্য ছিল বিহারের নারীদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করা এবং এসব সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।