মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যানজট এড়াতে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমানবন্দরের মধ্যে সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে বেøড ইন্ডিয়া। সেবাটি চালু হবে আগামী ১০ অক্টোবর থেকে। এ খবর জানিয়েছে জি নিউজ। যে পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়, হেলিকপ্টার সেবায় ১২ মিনিটে সে পথ অতিক্রম করা যাবে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের গুনতে হবে ৩ হাজার ২৫০ রুপি। বুকিংয়ের জন্য টিকিট ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। এ সেবাটি করপোরেট যাত্রীদের জন্য বেশ আকর্ষণীয় হবে। কারণ, এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি অবস্থিত। প্রাথমিকভাবে এ রুটে দুটি হেলিকপ্টার চালানো হবে। স্থানীয় সময় সকাল ৯টায় বেঙ্গালুরু থেকে এইচএএল বিনামবন্দরে যাওয়ার হেলিকপ্টারটি ছাড়বে এবং বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ সেটি ফেরত আসবে। সেবাটি জনপ্রিয় হলে ধীরে ধীরে হেলিকপ্টারের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।