Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অকালেই ঝড়ে গেলেন রিমন

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ২০ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন চট্টগ্রাম জেলা ব্যাডমিন্টন দলের নিয়মিত খেলোয়াড় রিমন সিদ্দিকী। গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০০৯ সালে পাবনায় অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র চ্যাম্পিয়নশীপে চট্টগ্রাম জেলা দলের হয়ে চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করেন রিমন। এ ছাড়া জাতীয় জুনিয়র ব্যাডমিন্টনে-২০১৪ রানারআপ হয়েছিলেন চট্টগ্রামের এ কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড়। চট্টগ্রামের হাটহাজারীর আবুল হাশেম সিদ্দিকী ও মরিয়ম বেগমের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। তার মৃত্যুতে সিজেকেএসর সভাপতি ও জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন এবং সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম দিদারসহ জেলা ক্রীড়া সংস্থা ও ব্যাডমিন্টন কমিটির সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্ তায়ালার দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ