Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একেই বলে মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

মা থাকলে স্বপ্ন আছে, ভালোবাসা আছে, দোয়া আছে। মাকে ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। এমনই একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। ভিডিওতে দেখা যায়, একজন মা তার সন্তানকে নিয়ে সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছেন। এটা লক্ষ্যণীয় যে, মা ক্যারিয়ারে একটি ছোট চেয়ার রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রæত ভাইরাল হচ্ছে এই ভিডিও। এই ভিডিওটি মানুষকে আবেগপ্রবণ করে তোলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে একজন মা তার সন্তানকে নিরাপদে সাইকেলে করে রাস্তা থেকে নিয়ে যাচ্ছেন। এই ভিডিওটি মানুষকে আবেগপ্রবণ করে তোলে। এই ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৪০ হাজারের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে এই ভিডিও নিয়ে অনেকের মন্তব্যও দেখা যাচ্ছে।

ভিডিও আপলোড করার পাশাপাশি, একটি ক্যাপশনও লিখেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন- মায়ের মতো কেউ নেই। মা খুব মিষ্টি, তিনি জানেন কিভাবে তার সন্তানদের নিরাপদ রাখতে হয়। সূত্র : এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ