Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিন সিউলে কমলা হ্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

নিষেধাজ্ঞা সত্তে¡ও উত্তর কোরিয়া তাদের পূর্ব উপক‚লে বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর একদিন পর দক্ষিণ কোরিয়ায় সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এটি তার পূর্ব ঘোষিত সফর। সিউল ও ওয়াশিংটনের মধ্যে চলা সামরিক মহড়ার মধ্যেই দেশটিতে সফরে পৌঁছেছেন তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উ. কোরিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার নিজেদের পূর্ব উপক‚লে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এমন সময় পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন বিমানবাহী রণতরী নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়াসহ বেশ কিছু ইস্যুতে সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দুই কোরিয়ার সীমান্ত এলাকা অসামরিক অঞ্চলে সফরের আগে সিউলে পরিদর্শন করবেন তিনি। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর আগে বুধবার তিনি জাপানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সা¤প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ