Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ফিলিস্তিনি শহরে রিমোট কন্ট্রোল মেশিনগান ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর হেবরনে রিমোট কন্ট্রোল মেশিন গান স্থাপন করেছে। ভিড় ছত্রভঙ্গ করার জন্য ওই চেকপয়েন্ট ব্যবহার করা হবে বলে জানিয়েছে তেলআবিব। ইসরাইলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, হেবরনে শহরের প্রতিবাদপ্রবণ একটি এলাকায় সাই-ফাই ঘরানার ওই রিমোট কন্ট্রোল মেশিন গান বসানো হযেছে। ওই রিমোট কন্ট্রোল সিস্টেমটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। দূর থেকে নিয়ন্ত্রণ করেই স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস এবং স্পঞ্জ টিপড বুলেট ছোড়া যাবে সেখান থেকে। এ ব্যাপারে একজন সামরিক মুখপাত্র হারেৎজকে বলেন, এলাকায় শৃঙ্খলা বিঘিœত করা জনগণকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর উন্নত প্রস্তুতির অংশ হিসেবে ওই রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে পরীক্ষা চলছে। অবশ্য ওই মেশিন গান থেকে তাজা গুলি ছোড়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। যদিও, গত কয়েক বছরে স্পঞ্জ-টিপড বুলেটের আঘাতে ফিলিস্তিনিদের গুরুতর আহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। স্পঞ্জ-টিপড বুলেটকে সাধারণত মারাত্মক মনে করা হয় না। মিডল ইস্ট আই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ