নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে সফরকারীদের পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে বাবর আজমের দল। বুধবার লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে মঈন আলী ঝড় তুলেও পাকিস্তানের জয় আটকাতে পারেনি। এ জয়ের ফলে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
পাকিস্তানের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তোলে ইংলিশরা। তবে ইংল্যান্ডের হয়ে দলের জয়ের জন্য শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তুলে ছিলেন। কিন্তু তারপরও দলের হার এড়াতে পারেনি তারা।
মঈন আলী ৩৭ বলে চার ছক্কা ও দুই বাউন্ডারিতে ৫১ রানের অপরাজিত ঝড়ো ইনিংস উপহার দিয়ে হার মেনে মাঠ ছাড়েন। এছাড়া ডেভিড মালান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করে বিদায় নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানের ঝড়ের পরও ১৯ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন। তার ৪৬ বলের ইনিংসে তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি রয়েছে। রিজওয়ান ছাড়া পাকিস্তানের কেউ রান করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।