Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরাজে পার্স আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৮ পিএম

ইরানের ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে ডিসেম্বরের মাঝামাঝি পার্স আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীর এবারের ১২তম পর্ব অনুষ্ঠিত হবে। প্রাদেশিক পর্যটন প্রধান সৈয়দ মোয়ায়েদ মোহসেন-নেজাদে একথা বলেছেন।

বার্তা সংস্থা সিএইচটিএন সোমবার নেজাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইরানের বিভিন্ন অংশের পাশাপাশি অন্যান্য দেশের হস্তশিল্প প্রদর্শক এবং পর্যটন বিপণনকারীরা চার দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। ১৪ ডিসেম্বর পর্যটন প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

প্রাদেশিক পর্যটন প্রধান জানান, এবারের প্রদর্শনীতে গ্যাস্ট্রোনমি পর্যটন, প্রকৃতি পর্যটন, ধর্মীয় পর্যটনের পাশাপাশি আতিথেয়তা এবং ভ্রমণ পরিষেবা, ইরানি হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পের উপর আলোকপাত করা হবে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ