Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুমার নামাজে ইমামতি করে প্রশংসিত পাম্পের কর্মচারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

জুমার দিন। মুসল্লিরা সবাই অপেক্ষমাণ, ইমাম আসবেন কিন্তু অনিবার্য কারণে ইমামের আসতে দেরি হলো। তাই জুমার খুতবা ও নামাজ পড়াতে সামনে এগিয়ে আসলেন পেট্রল পাম্পের এক কর্মচারী। শুধু তাই নয়; তিনি এত সুন্দর করে খুতবা দিলেন এবং নামাজ পড়ালেন যে, মুগ্ধ হলেন মুসল্লিরা। এজন্য ওই কর্মচারীকে সম্মাননা দিয়েছেন তারা। এর আগে কোনো এক শুক্রবার দারুণ এ ঘটনাটি ঘটেছে কাতারের একটি মসজিদে। প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, ওই কর্মচারীর নাম আবদুর রহমান আবদুর রশিদ। তার বাড়ি উগান্ডায়। তিনি পাম্পের ইউনিফর্ম পরেই খুতবা দেন এবং নামাজ পড়ান। কাজের পোশাকে অত্যন্ত বিশুদ্ধ আরবিতে খুতবা দেয়া ও সুললিত কণ্ঠে নামাজ পড়ানোর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন। ইমামের অনুপস্থিতিতে জুমার নামাজে তাৎক্ষণিক ভ‚মিকা পালন করায় আবদুর রশিদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করে কাতারের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আজয়াল এডুকেশন সেন্টার। প্রতিষ্ঠানটির তরফ থেকে তাকে অভিনন্দন জানানোর আয়োজন করা হয়। সেখানকার শিশু শিক্ষার্থীরা তাকে ফুল ও করতালির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানায়। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ