Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেনের সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানান কুমিল্লা-৫ এর এমপি হাসেম খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেনের সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানান কুমিল্লা-৫ এর এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আকবর হোসেনের একমাত্র পুত্র সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানভির হোসেন (কাউসার) এবং উপজেলার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

কুমিল্লা-৫ এর এমপি আবুল হাসেম খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমার শ্রদ্ধাভাজন শ্বশুর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাম্মণবাড়িয়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য, ঢাকা মহানগর আওয়ামীলীগ, মগবাজার শাখার সাবেক সহ-সভাপতি, বৃহত্তর কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত করি। হাসেম খান এসময় বলেন, দেশের জন্য যারা প্রাণ দেন, তারা আমাদের কাছে চিরস্মরণীয়। তারা অমর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ