Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ির আলুটিলা নবরুপে সজ্জ্বিত

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫০ পিএম

খাগড়াছড়ি জেলা শহরের ওপর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি সাজেক যেতে হয়। সেই সুবাদে খাগড়াছড়ির আকর্ষণীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছিল। খাগড়াছড়ি জেলা শহরের পাশে আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।
এই স্থানগুলো পর্যটকরা ঘুরে ফিরে নির্মল বাতাস গ্রহন, প্রাকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারেন। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক গুহা ও জেলা পরিষদ পার্কে ঝুলন্ত সেতু পর্যটকদের আনন্দ দেয়। কিন্তু এই দুটি স্থানে শিশুদের জন্য আনন্দদায়ক, অংশগ্রহন মুলক ও নিরাপদ পরিবেশে খেলাধূলার কোন সুযোগ নেই।
করোনা’র নিদারুণ অকালে নীরবেই আলুটিলা হয়ে উঠে মনোরম এক পর্যটন বিলাসের অপূর্ব ঠিকানা। প্রবেশ পথের সুদৃশ্য তোরণ, দুই পাহাড়ের সংযোগ রেখা টেনে তৈরি করা হয়েছে রঙিন মাউন্টেন ব্রিজ, নিরিবিলি সময় কাটানোর জন্য ফুল-তৃণ-লতা আর পাতাবাহারের ‘কুঞ্জছায়া’, বিনোদনের জন্য ‘এ্যাম্ফি থিয়েটার এবং ‘সুউচ্চ ওয়াচ টাওয়ার’ ও মানসম্মত রেস্টুরেন্ট।
পর্যটন মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিকশিত ‘আলুটিলা পর্যটন কেন্দ্র’ হার মানিয়েছে জেলা অন্যসব পর্যটন স্পটকে। সাজেক ফেরত বা সাজেকমুখী পর্যটকদের কাছে আলুটিলা এখন নান্দনিক নিসর্গেও শীর্ষে।
সরেজমিনে দেখা গেছে- এই দুইটি বিনোদন কেন্দ্রে ৩টি করে ছয়টি দোলনা রয়েছে। আর এগুলো অধিকাংশ সময় বড়দের দখলে থাকে। এছাড়া শিশুদের জন্য আলাদা কোন জায়গা রাখা হয়নি, যেখানে শিশুরা নিরাপদে, নির্ভয়ে, খেলাধূলা করতে পারে, কোন রাইডে চড়তে পারে। জেলা পরিষদ পার্কে শিশুদের আনন্দ দেওয়ার জন্য একটি মনোরেল থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে। শিশুদের কিছু খেলার সরঞ্জাম নিয়ে আসা হলেও সেগুলো এখনো স্থাপন করা হয়নি। আর আলুটিলা পর্যটন কেন্দ্রে সম্প্রতি অনেক উন্নয়ন কাজ করা হয়েছে, সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কিন্তু শিশুদের জন্য কোন ব্যবস্থা রাখা হয়নি।
এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হননি।ঘুরতে আসা পর্যটকরা জানান, সাত বছরের বেশী শিশুদের জন্য ৪০ টাকার টিকেট ক্রয় করতে হচ্ছে। অথচ তাদের জন্য বিনোদনের কোন ব্যবস্থিই নেই। শিশুদের নিয়ে যারা ঘুরতে আসে তারা আনন্দের চেয়ে শিশুদের জন্য উদ্বেগ উৎকন্ঠার মধ্যে থাকতে হয় বেশী।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী বলেন, একটি শিশু বিকাশের ক্ষেত্রে নিরাপদ, নির্মল আনন্দময় পরিবেশে ও অংশগ্রহন মুলক খেলাধূলায় অংশগ্রহন করার সুযোগ পেলে, সেই শিশুর পরিপূর্ণ বিকাশ, বুদ্ধিদীপ্ত ও প্রতিভাবান হয়ে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবরুপে সজ্জ্বিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ