Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে কোম্পানীগঞ্জে মন্ত্রী ইমরান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম

গর্ভের সাথে বলতে পারি সিলেটের এ অঞ্চলে সম্প্রীতির অভাব দেখা দেয়নি। সম্প্রীতি আমাদের সব সময় আছে। সম্প্রীতি না থাকলে সমাজ এত উন্নত হতো না। তাই এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সমাজিক সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশের সঞ্চালনা করেন পরিষদের সিইএ ফাইজুর রহমান।
এর আগে মন্ত্রী সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেটের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, প্রশাসক জয়নাল আবেদিন, জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সকাল সাড়ে ৯ টায় মন্ত্রী দলইরগাঁওয়ে ইমরান আহমদ কারিগরি কলেজের কাজ পরিদর্শন করেন, পরে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, উপজেলা পরিষদে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত আইসিটি ভবন এবং কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন করেন। নবগঠিত কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের পক্ষ থেকে দুপুরে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এদিন মন্ত্রী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিনের বাড়িতে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জুয়েল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামছুল আলম, রুপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান আহমদ, প্রচার সম্পাদক লবীব আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী ইমরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ