Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌম্যর বাদ দেয়ার কারণ জানালেন পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৪ পিএম

বিশ্বকাপ সৌম্যকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তবে সৌম্যকে রাখা হয় স্ট্যান্ডবাই হিসেবে। সৌম্যর বাদপড়া ও শান্তর থাকার কারণ জানালেন পাপন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে গণমাধ্যমকে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাদের দেশে কমন একটা বিষয় হচ্ছে ডান-বাম ভারসাম্য রাখা। তামিম ইকবাল যেহেতু আর টি-টোয়েন্টি খেলছে না, তাই আমাদের কাছে লেফটহ্যান্ড অপশন আছে দুটা-সৌম্য আর শান্ত। এখন এই দুজনের মধ্যে যদি একজনকে খেলাতে হয়, তাহলে পারফরম্যান্সের বিচারে সবাই বলবে সৌম্যর কথা। কিন্তু সে আমাদের টিমের সঙ্গে নেই অনেকদিন।


পাপন বলেন, সে আমাদের তত্ত্বাবধানে নাই অনেকদিন এটা যেমন একটা বিষয়, তেমনি কন্ডিশনও বড় ফ্যাক্টর। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে সেখানকার বোলারদের পেস করার অভিজ্ঞতা আছে শান্তর। অভিজ্ঞতার কারণেই তাকে দলের সঙ্গে রাখা হয়েছে।

 

পাপন বলেন, আমাদের এখানে যারা এখন খেলছে, তারা সেখানকার কন্ডিশনে পারবে কি না সেটাও তো জানি না। যদি মনে হয় তাদের অসুবিধা হচ্ছে, তখন একটা অপশন বা ব্যাকআপ থাকবে।

 

বিসিবি সভাপতির কথাতেই স্পষ্ট, দলের সঙ্গে থাকলেও একাদশে জায়গা হচ্ছে না শান্তর। তাকে রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ