Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার প্রশাসনের কৌশল সফল হয়েছে : ওবামা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রশাসনের কৌশলের জন্যই যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট এবং আল কায়দার বিরুদ্ধে অগ্রগতি সাধন করছে। আর সেই কৌশলটা হলো লড়াইয়ের চাপ একা গ্রহণ না করে আমরা আঞ্চলিক সরকারগুলোর সমন্বয়ে একটি বহুজাতিক বাহিনী গঠন করেছি। ওবামা জাতীয় নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের স্পেশিয়াল অপারেশন্স কমান্ড এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কাজের প্রশংসা করেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যাকডিল বিমান বাহিনীর ঘাঁটিতে অবস্থিত বিশেষ অভিযানের সৈন্যদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এ দেশ আপনাদের প্রতি অবিশ্বাস্য রকম কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ। ওবামা যখন ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করেন, তখন যুক্তরাষ্ট্র সাত বছর ধরে আফগানিস্তান এবং ইরানে যুদ্ধে লিপ্ত ছিল। ওবামা বলেন, আট বছর ধরে আমি দায়িত্বে আছি এবং এমন দিন যায়নি যখন কোন সন্ত্রাসী সংগঠন কিংবা উগ্রবাদী ব্যক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ চালানোর ষড়যন্ত্র করেনি। ওবামা আরো বলেন, ২০১৭-এর ২০ জানুয়ারি যখন তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তখন তিনিই হবেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি একনাগাড়ে দুই মেয়াদজুড়ে এই দায়িত্ব পালন করেছেন। ওবামা বলেন, তার সরকারের জোট গঠন করা এবং স্থানীয় সরকারগুলোর সঙ্গে সহযোগিতা করার প্রচেষ্টায়, যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের আক্রমণের পেছনে আল কায়দা নামের যে গোষ্ঠীটি ছিল, সেটি এখন নিজেরই ছায়ায় পরিণত হয়েছে। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ