Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২ জন নিহত : আহত ২০

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজধানী এক্সপ্রেসকে পাস কাটাতে গিয়ে ক্যাপিটাল এক্সপ্রেসকে লুপ লাইনে দঁাঁড়ানোর সিগন্যাল দেয়া হয়েছিল। তা না মেনেই ট্রেন নিয়ে এগিয়ে যান চালক। কিছুদূর গিয়েই শেষ হয়ে যায় লাইন। তখনই সোজা হাড়িভাঙা নদীতে গিয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। লাইন থেকে ছিঁটকে যায় পরের দুটি কামরাও। মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের শামুকতলায় এই ঘটনার পর প্রাথমিকভাবে একে বিশেষ গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছিল দুর্ঘটনায় জখম হয়েছেন একজন। পরে জানা যায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। আহত ২০। এরপরেই তড়িঘড়ি তদন্তে নেমে চালক ও গার্ডের গাফিলতিকেই এর জন্য দায়ী করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা প্রণবজ্যোতি শর্মা বলেন, রেল কর্মীদের গাফিলতিতেই দুর্ঘটনা হয়েছে। তাই চালক, সহকারী চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। রেল কর্তারা জানান, শামুকতলা জংশন স্টেশনে দু’দিক থেকে দুটি লাইন এসেছে। একটি আলিপুরদুয়ার জংশন থেকে। অন্যটি নিউ আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে আসামের দিকে যাচ্ছিল আপ ক্যাপিটাল এক্সপ্রেস। একটু পরেই পাশের লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আপ রাজধানী এক্সপ্রেসের। রাজধানী এক্সপ্রেসকে পথ করে দিতে ক্যাপিটাল এক্সপ্রেসকে ৪ নম্বর প্লাটফর্মের ডেথ লাইন এন্ডে দাঁড়ানোর সিগন্যাল দেয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো কারণে চালক সিগন্যাল বুঝতে না পারায় ট্রেন থামাননি। কিছুদূর এগিয়ে লাইন শেষ হয়ে যাওয়ায় ইঞ্জিনটি নদীতে গিয়ে পড়ে। রেলের তদন্তকারী অফিসারদের কয়েকজন জানান, যেহেতু ক্যাপিটাল এক্সপ্রেসের গতি ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটারের বেশি ছিল না সেজন্য ক্ষতির বহর কম হয়েছে। না হলে বড় মাপের বিপর্যয় ঘটতে পারত। ওই ট্রেনের যাত্রী ইন্দ্রজিৎ ম-ল আহত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রয়েছেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ