নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদশ। সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া টুর্নামেন্টে এবার অপরাজিত চ্যাম্পিয়ন। তাতে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল দারুণ। শীর্ষ ১০ উইকেটশিকারির তালিকায় আছেন বাংলাদেশের চারজন। গতকাল আইসিসির প্রকাশিত মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদেও ছাপ পড়েছে সেটির। বড় লাফ দিয়েছেন সানজিদা আক্তার। ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে ফারজানা হকেরও।
তরুণ বাঁহাতি স্পিনার সানজিদা ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে থেকেছিলেন উইকেটশ‚ন্য, এ ছাড়া প্রতি ম্যাচেই নিয়েছেন উইকেট। এখন পর্যন্ত ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সানজিদা আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৬ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রুমানা আহমেদেরও। ৬৬ নম্বরে উঠে আসতে তিনি এগিয়েছেন চার ধাপ। আগের মতোই বাংলাদেশ বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে সালমা খাতুন। যদিও অভিজ্ঞ অফ স্পিনার এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৩ নম্বরে। এ ছাড়া শীর্ষ ১০০-তে বাংলাদেশ থেকে আছেন ফাহিমা খাতুন (৮৪) ও রিতু মনি (৯৮)। র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি একলস্টোন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের ফারজানা হক। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রæপ পর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খেলতে পারেননি। সেমিফাইনাল দিয়ে ফিরেছিলেন, ফাইনালে খেলেছেন ম্যাচজয়ী ৬১ রানের ইনিংস। ফারজানা এখন আছেন ৪৬ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার আগে নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক অবশ্য দুই ধাপ পিছিয়ে আছেন ২৬ নম্বরে। অবনতি হয়েছে মুর্শিদা খাতুনেরও, তিন ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে তিনি। এ ছাড়া সালমা খাতুন আছেন ৫৩ নম্বরে। শামিমা সুলতানার ৩ ধাপ (৭৯ নম্বর) অবনতি হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন থাইল্যান্ডের নাত্থাকান চ্যানথাম। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৫১ বলে ৬৪ রানের ইনিংস খেলেও অবশ্য দলকে জেতাতে পারেননি তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে আগের আট নম্বর স্থানটা ধরে রেখেছেন সালমা। রুমানা ঢুকেছেন সেরা বিশে, আছেন ঠিক ২০ নম্বরে। এখানে শীর্ষে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। পরিবর্তন এসেছে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।