মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বসনিয়ায় ১৯৯০-এর দশকের যুদ্ধের শুরুতে শিশুসহ প্রায় ১২০ জন মুসলমানকে হত্যার অভিযোগ সন্দেহভাজন আট জাতিগত সার্বকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ। রাষ্ট্রীয় কৌঁসুলির দফতর জানায়, ১৯৯২ সালের জুলাইয়ে প্রিজেডরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১৫ বালকসহ ১২০ জন মুসলিমকে হত্যার অভিযোগে এই আটজনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় কৌঁসুলির দফতরের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা ওই সময় একটি স্থানীয় ক্রাইসিস কমিটি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য ছিল। সন্দেহভাজনরা ওই মুসলমানদের একটি কমিউনিটি সেন্টার ও একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে যায়। সেখানে তিন দিন ধরে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। বিবৃতিতে বলা হয়, সেদিনের গুলির ঘটনায় মাত্র কয়েকজন বেঁচে যান এবং সেদিনের অপরাধ সম্পর্কে জানতে তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। বসনিয়ার সার্ব সামরিক প্রধান রাটকো ম্লাদিচের বিরুদ্ধে হ্যাগে জাতিসংঘের একটি আদালতে বিচার চলছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে। ম্লাদিচের বিরুদ্ধে প্রিজেডরে নৃশংসতার অভিযোগ রয়েছে। বসনিয়ার সার্বরা ১৯৯২ সালের এপ্রিলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সার্ব ছাড়া অন্যদের তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য করে। তারা হাজার হাজার লোককে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতন চালায়। অনেককে হত্যা করে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।