Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক হিসেবে কাতার বিশ্বকাপে যাওয়া অনিশ্চিত নোমানের!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৬ পিএম

ফুটবল বা ক্রিকেট, বিশ্বকাপ মানেই উত্তেজনা। বিশ্বকাপের বিশাল আয়োজনকে ঘিরে বিশ্বব্যাপী থাকে উম্মাদনাও। সেই বিশাল আয়োজনের ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আবু নোমান মুহাম্মদ রেজওয়ান। বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে স্বেচ্ছাসেবক নির্বাচিত হতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এই ছাত্রকে। তবে নির্বাচিত হলেও ২০২২ কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসাবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে নোমানের। এ অনিশ্চয়তা শুধু অর্থাভাব। কাতার যাওয়ার জন্য তার বিমানভাড়া ও আবাসান খরচ বাবদ প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। যা এখনও সংগ্রহ করতে পারেননি নোমান। এতে বাংলাদেশের পতাকা নিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপ আসরে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২১ সালে দর্শক সেবায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বাছাই শুরু করে ফিফা। তখন ফিফা বিশ্বকাপ কাতার ২০২২- এ স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করতে আবেদন করেন আবু নোমান মুহাম্মদ রেজওয়ান। সেই আবেদনের প্রেক্ষিতে ভিডিও স্বাক্ষাৎকারের সময় তাকে জানিয়ে দেয়া হয়েছিলো বিশ্বের পাঁচ লাখ (দশমিক ৫ মিলিয়ন) প্রার্থীর মধ্যে ৫ হাজার জনকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসাবে বাছাই করা হবে। নোমানের গঠনমূলক ও দায়িত্বশীল ভিডিও স্বাক্ষাতকারসহ আনুষাঙ্গিক পারফরম্যান্স এবং তথ্যের ভিত্তিতে তাকে নির্বাচিত করা হয় কাতারের আল বায়ত স্টেডিয়ামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসাবে দর্শক সেবায় দায়িত্ব পালন করতে। যা পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু অনেক চেষ্টার পরও তিনি এখন পর্যন্ত কোন পৃষ্ঠপোষক পাননি। যারা পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসে নোমানকে কাতার যাওয়ার খরচ যোগাবে। দেশের কোন শিল্প প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতার হাত প্রসারিত না করায় নোমান যেতে পারছেন না কাতার বিশ্বকাপে।

এর আগে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এনভয় গ্রæপের পৃষ্ঠপোষকতায় ২০১৬ সালে ৩১তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে (২০১৬ রিও অলিম্পিক) স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পতাকা এবং এনভয় গ্রæপের লগো উপস্থাপন করেছেন নোমান। রিও অলিম্পিকের ৬ বছর পর ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েও কাতারে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এই স্বেচ্ছাসেবকের। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন নোমান (মোবাইল নং-০১৭১১২৮৩৩৬৬)। সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে কাতারের ফিফা বিশ্বকাপে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করে দেশের পতাকাকে আরো সমুজ্জ্বল করতে পারবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ