মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জর্জিয়ার রাজধানী তিবলিবিসির নগর সরকার সরকারি কর্মকর্তাদের আদব কায়দা শেখানো পরিকল্পনা গ্রহণ করেছেন। তিবলিসির মেয়র অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, নগর সরকারের ৩৮ জন কর্মকর্তাকে আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে। এ নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সরকারি কর্মকর্তাদের আদব কায়দা প্রশিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যেই টেন্ডারও আহ্বান করা হয়েছে। মেয়র অফিসের কর্মকর্তা নাটিয়া লাটারিয়া জর্জিয়ার রুস্তাভি টিভি চ্যানেলকে বলেছেন, কর্মচারীদের ওপর চালানো একটি জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব-কায়দা কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরি। আর সে কারণেই এই উদ্যোগ। তবে এই খবর প্রচারের সাথে সাথে সমালোচনা ঝড় উঠেছে। নগর সরকারে বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের কাউন্সিলর ইরাকি নাদিরাদজে বলেন, এভাবে টাকা নষ্ট করার এই পাঁয়তারার পেছনে যারা রয়েছেন তাদের জবাবদিহি করতে হবে। এ উদ্যোগে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফেসবুকে একজন লিখেছেন, ‘কর্মকর্তারা উন্মাদ হয়ে গেছেন। মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর তারা খাবার টেবিলের আদব কায়দা নিয়ে চিন্তিত।’ আরেকজন লিখেছেন, ‘যারা ভদ্রতা শেখেনি, তারা কিভাবে নগর সরকারের কর্মকর্তা হয়?’ দেখে শুনে তিবলিসির মেয়র ডাভিট নারমানিয়া এই বিতর্ক থেকে দূরে রাখছেন। তিনি তার কর্মকর্তাদের বলেছেন, ভবিষ্যতে প্রশিক্ষণ যেন আরো গুরুত্বপূর্ণ ইস্যুতে হয়। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।