Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-বাস সার্ভিস চালু করবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

 স্কুলের শিক্ষার্থীদের জন্য ঢাকার সড়কে দেশের প্রথম পরিবেশ-বান্ধব ই-বাস (ইলেকট্রিক বাস) সেবা চালু হতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত ই-বাস আমদানির জন্য কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সূত্র জানায়, এই বাস নগরীর গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় চলাচল করবে। প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে যে চারটি স্কুলে স্কুলবাস চালু হতে যাচ্ছে সেগুলো হলো চিটাগং গ্রামার স্কুল-ঢাকা, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল। পরিকল্পনাটি সফল হলে ঢাকার সব স্কুলকে ধীরে ধীরে প্রকল্পের এই আওতায় আনা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে স্কুল বাস সার্ভিস একটি কার্যকর উপায় হতে পারে। নিরাপদ ও আর্থিকভাবে সুবিধাজনক হওয়ায় বিশ্বের অনেক শহরেই স্কুল বাস পরিষেবা রয়েছে। অভিভাবকরা ডোর টু ডোর পরিষেবা পছন্দ করায় বিআরটিসি শিক্ষার্থীদের বাসে ওঠাতে ক্যাচমেন্ট এলাকা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু ডিএনসিসির নেয়া নতুন উদ্যোগটি সফল হতে পারে। কারণ এটি নির্দিষ্ট অঞ্চলকে লক্ষ্য করে নির্দিষ্ট শিক্ষার্থীদের সেবা দেয়ার পরিকল্পনা করেছে।

জানা যায়, ঢাকায় কার্বন নিঃসরণ অনেকাংশে কমাতে ও দূষণ কমাতে এই প্রকল্প হাতে নিয়েছে ডিএনসিসি। এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২০১১ সালের জানুয়ারিতে মিরপুর ও আজিমপুরের মধ্যে ১৪টি বাস নিয়ে একটি বিশেষ স্কুলবাস সার্ভিস চালু করে। বিআরটিসি মূলত যানজট কমাতে এই সেবা চালু করেছিল। এমন সময়ে ডিএনসিসি একই উদ্দেশ্য নিয়ে প্রকল্প হাতে নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কাজ এরইমধ্যে শেষ করেছে ডিএনসিসি। বর্তমানে একটি কারিগরি কমিটি একটি সমীক্ষা পরিচালনা করছে। এটা অক্টোবরের মাঝামাঝি শেষ হবে। কমিটি বাসের রুট, ভাড়া ও ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ