মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বর মাসে তার দলের অর্থ সংগ্রহের জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা মোতাবেক গতকাল নিউইয়র্কে সিপরিয়ানি রেস্তোরায় সকল ধনকুবেরদের নিয়ে একটি বিশেষ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে প্রায় ৮০০ জনের মত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রাষ্ট্রসচিব নির্বাাচিত করার ঘোষণা দেন। তারপর তিনি বিস্তারিতভাবে তার নির্বাচনের রাতের নাটকীয়তা এবং সেদিনে তার অনুভূতির কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্বাচনের রাতটি আসলেই অনেক নাটকীয় ছিল। আমি নিজেও ভেবেছিলাম আমি হেরে যাব। এই জন্যে মেলেনিয়াকে নিয়ে একটি ছুটি কাটানোরও পরিকল্পনা করছিলাম।’ অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের অনেক প্রশংসা করেন ট্রাম্প। অনুষ্ঠানে সবার সাথে তিনি খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। সুত্র: পলিটিকো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।