Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর টার্ফে যুব হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:১০ পিএম

তিন বছর পর ফের টার্ফে গড়াচ্ছে জাতীয় যুব হকি টুর্নামেন্ট। ২০১৮ সালে সর্বশেষ এই টুর্নামেন্ট টার্ফে গড়িয়েছিল। এবারের আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এদিন ঢাকা ভেন্যুর খেলা শুরু হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। অন্য ভেন্যুগুলোতে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। ২২ অক্টোবরের মধ্যে প্রথম পর্ব শেষ হলেও চূড়ান্ত পর্বের জন্য করতে হবে অপেক্ষা।

জাতীয় যুব হকিতে এবার ৫২টি জেলা, চারটি শিক্ষা বোর্ড ও বিকেএসপি অংশ নেবে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, নড়াইল, দিনাজপুর, জয়পুরহাট, ফরিদপুর, কুমিল্লা ও চট্টগ্রামে হবে প্রাথমিক পর্বের খেলা। প্রথম পর্ব থেকে দু’টি করে দল চূড়ান্ত পর্বে উঠবে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আল আরাফা ইসলামি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। মোহাম্মদ ইউসুফ বলেন, ‘অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ফ্রাঞ্চাইজ হকি লিগ শুরুর পরিকল্পনা রয়েছে আমাদের। সেই টুর্নামেন্টের জন্য যুব হকির চূড়ান্ত পর্ব খানিকটা বিলম্ব হবে। প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর আমরা তখন সভা করে পরবর্তী পর্ব নিয়ে সিদ্ধান্ত নেব।’ তিন বছর আগের আসরে ৪০ দলটি অংশ নিয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ