Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিম্নমানের তেল আমদানি, বন্ধ শ্রীলঙ্কার বিদ্যুৎকেন্দ্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

নিম্নমানের তেল আমদানির কারণে বন্ধ রাখা হয়েছে শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র। এতে করে দেশজুড়ে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রটির জ্যেষ্ঠ কর্মকর্তা জানাকা রতœায়েকে বলেন, যে জ্বালানি তেল পাঠানো হয়েছে তাতে অনেক বেশি সালফার ছিল। তবে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেছেন। খবরে জানানো হয়, গত সপ্তাহে শ্রীলঙ্কায় দৈনিক লোডশেডিং ছিল দিনে ৮০ মিনিট। তবে এই নিম্ন মানের তেলের কারণে উৎপাদন বন্ধ থাকায় লোড শেডিং বাড়িয়ে ১৪০ মিনিট করা হয়েছে। জানাকা রতœায়েকে বিবিসিকে বলেছেন, জ্বালানি তেলে সালফারের পরিমাণ খুব বেশি, যা বর্তমান বিদ্যুৎকেন্দ্রের জন্য উপযুক্ত নয়। এটি পরিবেশগত মানগুলোর সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরো বলেন, শোধনাগারের জন্য ভালো মানের অপরিশোধিত তেল কিনলে এই সমস্যাটি হতো না। দেশের বিদ্যুতের প্রায় ১০ শতাংশ ডিজেল এবং জ্বালানি তেল দিয়ে চলা বিদ্যুৎকেন্দ্র থেকে আসে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ