গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভি এম) এর মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোটের যে প্রক্রিয়া চলমান আছে তার পক্ষে জনমত নেই। প্রায় সকল রাজনৈতিকই ইভি এম এর মাধ্যমে ভোট চায় না। তবুও কার স্বার্থে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের এই আয়োজন তা জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।
নেতৃদ্বয় বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে ব্যালট পেপারের মাধ্যমেই নির্বাচনের আয়োজন করতে হবে। তারা বলেন, ইভি এম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তার সম্ভাবনা নেই। জনগণ যে কোনো মূল্যে কারচুপির নির্বাচন প্রতিহত করবে। স্বচ্ছ ব্যালট পেপারে ভোট ও নির্দলীয় তত্ত্ববাবধায়ক সরকারের মাধ্যাম ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন কাম্য নয় বলেও নেতৃদ্বয় দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।