Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৪ এএম

কাজের চাপে স্ত্রীর জন্মদিনটাই ভুলে গেছেন। সারা দিনের অফিস সেরে রাতে বাসায় ফিরে দেখলেন স্ত্রীর মুখভার। অগত্যা তার মনোরঞ্জনের পালা। ফুলের তোড়ায় বা পছন্দের উপহার দিয়ে স্ত্রীর মন ভাঙাতে সফলও হলেন। ব্যস, সমস্যা তো মিটেই গেল। তবে আপনি সামোয়ার নাগরিক হলে এত সহজে ছাড় পাবেন না।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা নাকি অপরাধ। সেই অপরাধ প্রমাণিত হলে জেলেও যেতে হতে পারে। ফলে ভুলো মনের স্বামীরা সাবধান!

আইন যখন রয়েছে, তার ফাঁকও কি নেই? সামোয়ার আইনে নাকি সে ফাঁকফোকরও রয়েছে। স্ত্রীর জন্মদিন ভুলে গেলেও তাই পার পেয়ে যেতে পারেন সে দেশের পুরুষেরা।

যদি কোনও ভাবে স্ত্রীর জন্মদিনটি ভুলে যান, তবে সামোয়ার নাগরিকেরা আইনি ঝামেলায় পড়তে পারেন। তবে শর্ত একটাই! সে বিষয়ে স্ত্রী থানায় গেলে তবেই পুলিশের ঝামেলা পোহাতে হবে।
সামোয়ার আইনে নাকি বলা হয়েছে, একবারও স্ত্রীর জন্মদিন ভুলে গেলে আপনার কপালে দুঃখ রয়েছে। সেটি অপরাধ বলে গণ্য হয়। তবে সে ক্ষেত্রে স্ত্রীকে থানায় লিখিত অভিযোগ জানাতে হবে।

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সামোয়ার পুলিশ থানায় তলব করবে সেই অভিযুক্ত স্বামীকে। এরপর থানার কর্মকর্তারা কড়া প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। হতে পারে কারাদণ্ডও। তবে ভয়ের কিছু নেই। সামোয়ার আইনে এ অপরাধ গুরুতর হলেও স্বামীকে রক্ষা করার জন্য আইনও আছে।

স্ত্রীর জন্মদিন প্রথম বার ভুলে গেলে তা শোধরানোর সুযোগও পাবেন স্বামী। প্রথম ভুলে স্বামীকে হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেয় পুলিশ। যাতে ভবিষ্যতে তিনি আর এ ভুল না করেন। যদি দ্বিতীয় বার একই অপরাধ করে অর্থাৎ স্ত্রীর জন্মদিন ভুলে গেলে জেলে থাকতে হবে অপরাধীকে।

ফলে সামোয়ার স্বামীরা সাবধান! আর যা-ই করুন না কেন, স্ত্রীর জন্মদিন ভুলেও ভুলবেন না।

এই ‘আজব’ আইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়েছিল ২০২১ সালে। যদিও ‘সামোয়া অবর্জাভার’ নামে সে দেশের একটি দৈনিকের দাবি, সামোয়ায় এমন কোনও আইনের অস্তিত্বই নেই।

সামোয়ার একটি আইনি সংস্থার আইনজীবী ফিয়োনার দাবি, স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে জেলে যেতে হবে বলে আইনের কোথাও বলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ