Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলতেই আমাদের যত প্রচেষ্টা : কাজী মামুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৭ পিএম

জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, বিভেদ নয়, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলতেই আমাদের যত প্রচেষ্টা। তিনি বলেন, পল্লীমাতা বেগম রওশন এরশাদ লাখ লাখ মানুষের চাওয়া পাওয়া পুরণে পার্টির নতুন পুরাতন, অবহেলিত, অব্যাহতিপ্রাপ্ত, বহিস্কৃত, নিস্ক্রিয় ও অন্য দলে চলে যাওয়া সব নেতাকর্মীদের এক মঞ্চে একত্রিত করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সেগুন রেস্টুরেন্টে জাপা বিট সাংবাদিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন। এসময় কাজী মামুন বলেন, এরশাদের অবর্তমানে পল্লীবন্ধুর প্রকৃত উত্তরসূরি তাঁর পত্নী বেগম রওশন এরশাদের নেতৃত্বে সাবেক প্রেসিডেন্টের রাষ্ট্র পরিচালনার সফলতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক আদর্শ বাঁচিয়ে রাখতে আমরা আপনাদের সামনে। এতে জাতীয় পর্যায়ের বিভিন্ন দৈনিকের বিট সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে জাপা প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং চিফ কাজী লুৎফুল কবীর, জাপা নেতা জাহের আলী ও নজরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ