মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভয়ারণ্য থেকে তিনটি শিম্পাঞ্জির বাচ্চাকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে অপরহরণকারীরা। ওই পশু আবাসের প্রতিষ্ঠাতা তথা মালিকের দাবি, বণ্যপ্রাণীকে অপহরণ করে এ ভাবে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে প্রথম। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক অভয়ারণ্যের পশু আবাসে ঘটনাটি ঘটেছে।
গত ৯ সেপ্টেম্বর ভোর রাতে কাটাঙ্গা অভয়ারণ্যের অন্তর্গত ওই পশু আবাস থেকে শিম্পাঞ্জির তিনটি বাচ্চাকে চুরি করা হয়। পশু আবাসের মালিক জানিয়েছেন, সেখানে মোট পাঁচটি বাচ্চা ছিল। সিজার, হুসেন এবং মোঙ্গা নামে তিনটি বাচ্চাকে চুরি করে অপহরণকারীরা। বাকি দু’টি বাচ্চা ঘরে লুকিয়ে পড়ে।
তিনি জানিয়েছেন, এই ঘটনার পর তার স্ত্রীর মোবাইলে তিনটি মেসেজ ও শিম্পাঞ্জিদের একটি ভিডিও পাঠায় অপহরণকারীরা। বাচ্চা তিনটির মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। তা না পেলে তাদের আঘাত করার হুমকিও দেওয়া হয়।
কঙ্গোর বনমন্ত্রী মাইকেল কোয়াকপা বলেন, ‘অপহরণকারীদের কাছে মাথানত করা উচিত নয়। তদন্ত চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি অপরাধীদের খোঁজ মিলবে।’ সূত্র : সিএনএন, এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।