Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলায় ট্রফি ভাঙ্গায় আলোচিত ইউএনও এর বিরুদ্ধে তদন্ত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:১২ পিএম

ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভাঙার ঘটনায় বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

তিনি বলেন, একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সকল প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধেও পৃথক তদন্ত হচ্ছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, অতিরিক্ত জেলা প্রশাসকেরা এসব তদন্ত করছেন। তারা আশা করছেন আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন পেতে পারেন। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ইউএনও’র প্রত্যাহার চেয়ে শনিবার আলীকদমে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ