Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডের মুঠোয় থাকা জয় কেড়ে নিল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৭ এএম | আপডেট : ১:০৩ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২

জিততে শেষ ১০ বলে দরকার মাত্র ৫ রান। তখনও ইংল্যান্ডের হাতে ৩ উইকেট। কিন্তু পাকিস্তানের গায়ে তো ‘আনপ্রেডিক্টেবল’ তকমা! তাই খাদের কিনারা থেকে তারা অবিশ্বাস্যভাবে দাঁড়াল ঘুরে। পেসার হারিস রউফ ডসনকে ফিরিয়ে পরের বলে বিদায় করলেন অলি স্টোনকেও।

শেষ ওভারে রিস টপলি কাটা পড়লেন রানআউটে। ফলে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে সিরিজে সমতায় ফিরল বাবর আজমের দল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ রান হারিয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরল পাকিস্তান। 

 

রোববার রাতে করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে বেন ডাকেট, হ্যারি ব্রুক ও ডাওসনের শেষের ঝড়েও ৩ রান দূরে থাকতেই সবগুলো উইকেট হায় ইংলিশরা।

পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ৭২ বলে ৯৭ রানের জুটি গড়েন। একশ পার হবার আগেই বিদায় নিতে হয় বাবরকে। ২৮ বলে ৩৬ রানের ইনিংস খেলে লিয়াম ডাওসনের শিকার হন। এর আগে ৩৮ বলে ৭ চারে ফিফটি পূর্ণ করেন রিজওয়ান। তিনে নেমে তাকে সঙ্গ দেন শান মাসুদ। তবে ২১ রান করেই উইলির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

শেষদিকে এসে টপলের বলে উইকেট হারান রিজওয়ান। এর আগে খেলে যান ৬৭ বলে ৮৮ রানের দারুণ এক ইনিংস। এছাড়া আসিফ আলীর ৩ বলে ১৩ রানের ক্যামিও ইনিংসে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ইংলিশদের হয়ে জোড়া উইকেট শিকার করেন টপলে।

জবাবে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন হ্যারি ব্রুক ও বেন ডাকেট। মোহাম্মদ নওয়াজ এসে ডাকেটকে ফেরালে ভাঙে এই জুটি। ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলে বিদায় নেন ইংলিশ ব্যাটার। এরপর ব্রুকসকে সঙ্গ দেন মঈন আলী। ২০ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে নওয়াজের শিকার হন তিনিও।

ঠান্ডা মাথায় খেলতে থাকা ব্রুকস চতুর্দশ ওভারে ৩৪ রান করে বিদায় নিলে বিপদে পড়ে ইংল্যান্ড। ডেভিড উইলিও ফেরেন ১১ রান করে। এরপর অবশ্য ১৭ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় সহজ করে দেন লিয়াম ডাওসন। কিন্তু শেষ কাজটা সম্পন্ন করতে পারেননি আদিল রশিদ ও রিস টপলে। শেষ ওভারে রিস টপলে রান আউট হলে ১৬৩ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট পান হ্যারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ। জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ হাসনাইন।

 

 



 

Show all comments
  • Md Azim Agoun ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    আজকের ম্যাচটা যদি এশিয়া কাপ বা টি ২০ ওয়াল্ড কাপ হতো কিছু লোক হার্ট এটাক করতো।
    Total Reply(0) Reply
  • Abdullah Islam ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    Last few ball from rauf makes the match favor to Pakistan, well played England, England's fearless cricket is trade brand of crickets
    Total Reply(0) Reply
  • Alam Joarder ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৫ এএম says : 0
    হার্ট দুর্বলের মানুষ পাকিস্তানের খেলা না দেখাই ভালো???? এরা কখন যে কি করে এটাই বুঝে পাইনা।
    Total Reply(0) Reply
  • Tahsin Alam ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    ৬ বলে ৪রান দরকার..হাতে ১ উইকেট!! মোহাম্মদ ওয়াসিম জুনিয়র কেন কষ্ট করে বল করে গিয়েছিলো?? ম্যানকাডিং এর প্রচেষ্টা নিলে ভালো হইতো!! এটা এখন ক্রিকেটে লিগ্যাল রুলস!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ