Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জয় দিয়ে সিরিজ শুরু টাইগারদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৪ পিএম | আপডেট : ১১:৫৮ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২২

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। রোববার রাতে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের দল। এ জয়ের ফলে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে দেল টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথমে ব্যাট করতে নেমে আফিফ তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের পক্ষে আফিফ ৫৫ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া ক্যাপ্টেন নুরুল হাসান ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। মিরাজ ১২ ও লিটনের ব্যাট থেকে আসে ১৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বল হাতে শরিফুল ইসলাম ও মিরাজ তিনটি করে উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ নেন দুই উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ