Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তেহরানে কৃষি পর্যটন উন্নয়নে ব্যাপক তৎপরতা ইরানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪১ পিএম

জাতীয় পর্যটন সপ্তাহ (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) উপলক্ষে ইরানের রাজধানীর অদূরে পাকদাশতে কৃষি পর্যটন বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। পাকদশতের পর্যটন প্রধান আসাদুল্লাহ তাজিক এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ব্যাখ্যা করে তিনি বলেন, কর্মশালার অংশ হিসেবে পাকদশতকে একটি আঞ্চলিক কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করা হবে এবং আরও পর্যটন খামার চালুর উপায় নিয়ে আলোচনা করা হবে।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, কৃষি পর্যটনকে উৎসাহিত করা গেলে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

কৃষি পর্যটন ভ্রমণ শিল্পের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। এই পর্যটনে পর্যটকরা গ্রামীণ এলাকায় স্থানীয়দের সাথে থাকার সুযোগ পান। এতে মাছ ধরা, কৃষি খামারে রাত্রিযাপন, শিক্ষামূলক কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ