Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাতার যাচ্ছে নারী পথশিশুরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম

বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথ শিশু ফুটবল খেলতে বিশ্বকাপের ভেন্যু কাতারে যাচ্ছে। কেএফসি’র পৃষ্ঠাপোষকতায় আগামী ৮ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দোহায় অনুষ্ঠিতব্য স্ট্রিট চিলড্রেন বিশ্বকাপে ১০ জনের সুবিধাবঞ্চিত মেয়েদের একটি দল নিয়ে সেখানে যাচ্ছে বেসরকারি সংস্থা লিডো। রোববার কেএফসির গুলশান শাখায় দলটির কাছে জার্সি হস্তান্তর করে ট্রান্সকম ফুডস লিমিটেডের এই অংগ প্রতিষ্ঠানটি। এ সময় দোহার স্ট্রিট চিলড্রেন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করে ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা বলেন, ‘অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশে যাত্রার শুরু থেকেই কেএফসি আলোকবর্তিকা হাতে সমাজে আশার আলো ছড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই গর্বিত। ভবিষ্যতে তাদের জন্য আরো অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

ট্রান্সকম ফুডসের হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিন সহ কেএফসির শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতোদিন এই মেয়েরা শুধুমাত্র কাগজের বল দিয়ে ফুটবল খেলত। এখন তারা স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ