মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের উত্তর সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। পুলিশি হেফাজেতে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে ব্যাপকভাবে সরকারবিরোধী আন্দোলনের এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিপ্লবীরা ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে কামান থেকে গোলারারুদ নিক্ষেপ করেছে। তাদের এ আক্রমণকে ইরাক সীমান্তের ‘উগ্রবাদী দল’ভিত্তিক আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি। ইরনার প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের বিচ্ছিন্নবাদী দল কমলেহ-এর কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই বিষয়েও বিস্তারিত কিছুই বলা হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির সামরিক বাহিনীর বিশ্বস্ত বলা হয়, তারা বিপ্লবীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে। তাসনিমের প্রতিবেদনে আরো বলা হয়, আক্রমণটি ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি বিদ্রোহী দলকে লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে করা হয়। এ হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি বিদ্রোহীরা ইরানে অস্ত্র ঢোকানোর চেষ্টা এবং দেশটিতে সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে উস্কানির পরিপ্রেক্ষিতে বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালায়। উল্লেখ্য, ২২ বছর বয়সী তরুণী মাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানের বিভিন্ন প্রদেশে এবং রাজধানী তেহরানে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আমিনির পরিবার ইরানের কুর্দি অঞ্চলের বাসিন্দা। দেশটির সরকারি টেলিভিশনের তথ্যমতে, গত শনিবার শুরু হওয়া এই সহিংস পরিস্থিতিতে দেশটির ৪১ জন আন্দোলনকারী ও পুলিশ নিহত হয়েছে। তবে প্রকৃত পরিসংখ্যন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করবে বলে জানান হয়েছে। এপির তথ্যমতে, আমিনির দাফনের পর আন্দোলনে এখন পর্যন্ত উভয়পক্ষের কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।