Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তাইওয়ানের বিচ্ছিন্নতার প্রতি সমর্থন সহ্য করবে না বেইজিং : ওয়াং ই

এক চীন নীতির প্রতি সমর্থন জার্মানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের ‘স্বাধীনতা’র প্রতি যেকোনো বিদেশী সমর্থনকে কঠিন হাতে মোকাবিলার করার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবিলা করব এবং বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নেব। চীনের সাথে তাইওয়ানের পুনর্মিলনকে বাধাগ্রস্ত করার যেকোনো পদক্ষেপ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে বাধ্য। তাইওয়ানের ওপর চীনের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক-চীন নীতিতে বিশ্বের সব দেশ এই সার্বভৌমত্বকে মেনেও নিয়েছে। এর মাধ্যমে দেশগুলো তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী সরকারের সাথে কোনোরকম সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এসব দেশের দলে আমেরিকা থাকলেও দেশটি এক-চীন নীতি ‘মেনে চলার’ একইসময়ে তাইওয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাজয় রেখেছে। অপর এক খবরে বলা হয়, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এক চীন নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে তার দেশের এ সমর্থনের কথা জানান। এক চীন নীতির মূলকথা হচ্ছে, চীনের সঙ্গে বিশ্বের যেসব দেশের রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে সেসব দেশ তাইওয়ানের সঙ্গে আলাদা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে পারবে না। আমেরিকা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘এক চীন’ নীতি মেনে চলার ঘোষণা দিলেও বাস্তবে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং সম্প্রতি ঘোষণা দিয়েছে সম্ভাব্য ‘চীনা আগ্রাসন’ থেকে তাইওয়ানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তার জার্মান সমকক্ষ বেয়ারবক বলেন, নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন, প্যারিস আবহাওয়া চুক্তি বাস্তবায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেইজিং-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায় বার্লিন। সাক্ষাতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানি সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে ওয়াং ই বলেন, চীন ও জার্মানি আগামী ৫০ বছরকে টার্গেট করে নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ