প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন ২৩ জানুয়ারি। এ উপলক্ষে চ্যানেল আই ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে। ২১ জানুয়ারি দুপুর ৩-৩০ মিনিটে প্রচার হবে রবি নিবেদিত এ সপ্তাহের বিশেষ ছবি ‘বড় ভালো লোক ছিলো’। রাজ্জাক অভিনীত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ মহিউদ্দীন। ২২ জানুয়ারি বিকেল ৫-৩০ মিনিটে এ সপ্তাহের নাটকের আয়োজনে দেখা যাবে রাজ্জাক অভিনীত নাটক ‘দায়ভার’। পরিচালনা করেছেন খালিদ হোসেন স¤্রাট। রাজ্জাক অভিনীত সিনেমার বিভিন্ন গানের সঙ্গে নাচবে ‘ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা। ইজাজ খান স্বপন নির্মিত অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৭-৫০ মিনিটে। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে অনন্যা রুমার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’। ২৩ জানুয়ারি সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে তার সম্মানে ‘গানে গানে সকাল শুরু। এ পর্বের অতিথি শিল্পী থাকবেন খুরশীদ আলম ও আব্দুল জব্বার। নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করবেন তারা। এ দিন সকাল ১১-০৫ মিনিটে প্রচার হবে ‘নায়করাজের চার যুগ’। পুনঃপ্রচারকৃত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। পরিচালনা করেছেন আবদুর রহমান। দুপুর ১২-০৫ মিনিটে ফেয়ার এন্ড লাভলী ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে দেখানো হবে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। অনুষ্ঠানটি পরিচালনা করবেন এস আরমান। দুপুর ১২-৩০ মিনিটে ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন নায়করাজ রাজ্জাক। একই পর্বে রাজ্জাককে শুভেচ্ছা জানাতে আসবেন চলচ্চিত্রাঙ্গণের বিখ্যাতজনেরা। বিকেল ২-৩০ মিনিটে রয়েছে ফেয়ার এন্ড লাভলী সিনেদুপুরে নায়করাজ রাজ্জাক অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘অশিক্ষিত’। পরিচালনা করেছেন আজিজুর রহমান। এছাড়াও নায়করাজ রাজ্জাক-এর জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ‘আনন্দ আলো’ এর বিশেষ সংখ্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।