মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় সময় গতকাল (শনিবার) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১১টি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
শনিবার রাত ১টায় শিকাগোর একটি পার্কে একদল লোক দুজন পুরুষকে গুলি করে। দুজনের মধ্যে একজন নিহত হয় এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়, তার অবস্থাও গুরুতর। এর মাত্র ৩০ মিনিট পর ৩০ বছর বয়সী একজন পুরুষ একটি পার্টিতে গুলিবর্ষণের শিকার হয়ে মারা যায়।
এ ঘটনার এক ঘণ্টা পর একদল মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকা একজনকে গুলি করে। তিনি হাসপাতালে গিয়ে মারা যান। তাছাড়া, বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আরও একজন পুরুষকে উদ্ধার করেছে পুলিশ।
মার্কিন "গান ভায়োলেন্স আর্কাইভস" ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলতি বছর সাড়ে ৩২ হাজার মানুষ বন্দুক সহিংসতায় নিহত হয়েছে। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।