Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের বিশেষ মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রুশ সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪০ পিএম

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার বলেছেন, ইউক্রেনের একটি বিশেষ মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রুশ সেনা

তিনি জানান, ওই বিমনটি যুক্তরাষ্ট্রের তৈরি হার্ম ক্ষেপণাস্ত্র বহনের জন্য পুনরায় ডিজাইন করা হয়েছিল।

‘যুক্তরাষ্ট্রের তৈরি বিকিরণ-বিরোধী হার্ম ক্ষেপণাস্ত্র বহন করার জন্য একটি ইউক্রেনীয় মিগ-২৯ ফাইটার নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যাকে রাশিয়ান যোদ্ধারা ডেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের সার্গেয়েভকার কাছে ভূপাতিত করেছে,’ তিনি উল্লেখ করেছেন।

২০২১ সাল পর্যন্ত, ইউক্রেনীয় বিমান বাহিনীর বহরে ৩৭টি মিগ-২৯ যুদ্ধবিমান যুক্ত ছিল। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ